কেশবপুরে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

eleas271614eleas271614
  প্রকাশিত হয়েছেঃ   ২২ নভেম্বর ২০২০

যশোরের কেশবপুর উপজেলার সন্যাশগাছা গ্রাম থেকে দলিলুর রহমান (৪১) নামে এসকেএস ফাউডেশনের এক কর্মকর্তার লাশ কেশবপুর থানা পুলিশ উদ্ধার করেছে। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার মধ্য সালিখা গ্রামের জামাত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানান, শনিবার সকাল ১১টার দিকে কেশবপুর থানা পুলিশ উপজেলার গৌরিঘোনা এসকেএস ফাউডেশনের কর্মকর্তা দলিলুর রহমানের লাশ সন্যাসগাছা গ্রামের বিশ্বজিত দের বাড়ি থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :